প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই হাজতি হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভোলানাথপুর গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে সানাউল্লাহ, (৫৫)। জেল সুপার ও কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী ছিলেন সানাউল্লাহ । এ কারাগারে তার হাজতি নম্বর- ৯৬৬০। রাতে হঠাৎ তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই মৃত হাজতির বিরুদ্ধে খিলক্ষেত থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.