মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে (১৯ আগষ্ট) শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার কালিবাড়ী মোড়ে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম তারা।
অপরদিকে সভাপতি তাসভীরুল ইসলাম গ্রুপ তাদের আমিন মোক্তার পাড়া কার্যালয় থেকে আরও একটি পদযাত্রা শুরু হয়, তারাও শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাজার এন,আর প্লাজার সামনে সমাবেশ করে, সভাপতি তাসভীরুল ইসলামের অনুপস্থিতিতে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, ড্যাব নেতা ডাক্তার মোঃ ইউনুস আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, জেলা যুবদল সভাপতি রায়হান আহমেদ প্রমূখ। এসব সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানোর দ্বাবি জানানো হয়। তানাহলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব বতর্মান সরকারকে নিতে হবে।
রানা গ্রুপের সমাবেশ ও তাসভীর গ্রুপের সমাবেশ কাছাকাছি অনুষ্ঠিত হওয়ায় নেতা কর্মিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় , রানা গ্রুপ সমাবেশ শেষ করে দলীয় কার্যালয়ে অবস্থান নেন, তাসভীর গ্রুপ সমাবেশ শেষ করে তারা মিছিল সহকারে পুরাতন পোস্ট অফিস পাড়া কার্যালয়ের সামনে গেলে আবারও উত্তেজনা দেখা দেয়, পুলিশের কঠোর অবস্থানের ফলে শেষ পযর্ন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয় পদযাত্রা কর্মসূচি ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।