টাকার লেনদেন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ বাদে। সোহেল নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা মারধর করে রক্তাক্ত করে। রক্তাক্ত অবস্থায় সোহেল নিজেকে রক্ষার্থে একটি বাড়িতে আশ্রয় নেয়। হামলার শিকার সোহেলকে বাড়িতে আশ্রয় দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে বাড়ির লোকের উপর বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তি হলো বানিয়া পাড়া এলাকার নুরনবী মিয়ার ছেলে সাজু মিয়া (৪১) । ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের বানিয়া পাড়া এলাকায়। আহত যুবককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার তদন্ত করেছে সদর থানার পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, অনেকদিন যাবত লেনদেন নিয়ে আলতাফ গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের গালিগালাজ ও ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে গত ২৮ আগস্ট জাহাঙ্গীর গ্রুপের জাহাঙ্গীরের ছেলে সোহেলকে আলতাফ গ্রুপের লোকজন মারপিট করে। সোহেল নিজেকে রক্ষার্থে সাজু মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। এতে আলতাফ গ্রুপের লোকজন ক্ষিপ্ত হন। এরই জের ধরে গত ২ সেপ্টেম্বর রাত্রি অনুমান সাড়ে ১১ টার দিকে একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আমিনুলকে আলতাফ গ্রুপের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করতে থাকে। শোরগোল শুনে ঘটনাস্থলে সাজু মিয়া (৪১) গিয়ে তার জ্যাঠাতো ভাই আমিনুলকে রক্ষার চেষ্টা করলে আলতাফ হোসেনের হুকুমে নেপাশু (২৮), মেনছের (৬৫) ও কোহিনুর বেগম সাজু মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা-ফুলা জখম করে। ঘটনার পর সাজুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা এসে আহত সাজুকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।