প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
কৃষি সচিবের বারি’র গবেষণা মাঠ পরিদর্শন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব ওয়াহিদা আক্তার।
বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রেহানা ইয়াছমিন, যুগ্মসচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়; ড. সাবিনা ইয়াসমিন, যুগ্মসচিব,গবেষণা অধিশাখা, কৃষি মন্ত্রণালয়; ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ); ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ); ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (গবেষণা)।
বারির সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। মাননীয় কৃষি সচিব গবেষণা মাঠ পরিদর্শন শেষে বারি’র বিজ্ঞানীদের সময়ের প্রয়োজনকে সামনে রেখে গবেষণা কার্যক্রম এগিয়ে নেবার নিদের্শনা প্রদান করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.