কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করায় বেতাগীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে মিছিলটি পৌর শহরের প্রধান পধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু স্কোয়ারের সম্মুখে পথ সভা করে। এতে উপজেলা ছাত্রলীগ নেতা সিফাত সিকদার, মেহেদী হাসান মুসা, নাদিম হাওলাদার ও তাইফুল ইসলাম সহ অন্যান্যরা নয়া কমিটি অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নতুন কমিটির নেতৃবৃন্দের একাত্মতা প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।