‘বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। বিশ্বের এ অংশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ কোনদিকে যায় তা গুরুত্বপূর্ণ। এ কারণেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ফ্রান্স আগ্রহী।’ এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
ফ্রান্সের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় ফরাসি দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গত কয়েক মাস আমাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে কেন ফ্রান্স বাংলাদেশের মতো একটি দেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চায়, যেখানে এই অঞ্চলে ফ্রান্সের এরই মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদার আছে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কৌশলগত ক্ষমতা অর্জনে সমর্থনের আগ্রহ আছে আমাদের। অনেক বিশেষজ্ঞ ও সাংবাদিক মনে করেন সম্পূর্ণরূপে বাণিজ্যিক কারণে ফ্রান্সের এ সম্পর্ক উন্নয়নের আগ্রহ। তারা তথাকথিত ‘এয়ারবাস চুক্তি’ ও অন্যান্য বাণিজ্যিক বিষয় উল্লেখ করতে চান। অবশ্যই তারা ভুল এবং আমাদের প্রতিযোগীদের মাধ্যমে তারা পক্ষপাতদুষ্ট।
আইনমন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।