“পুরুষ আমি, ঘরের কাজ আমিও করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কোনাবাড়ীতে কেয়ার বাংলাদেশ এর উদ্যোগে প্রহরীঃ কমবেটিং ইনটিমেট পার্টনার ভায়োলেন্স ইন বাংলাদেশ ইন দা কনটেক্স অফ কোভিড -১৯ প্রজেক্ট এর আয়োজনে পুরুষদের অংশগ্রহণে রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেলে কোনাবাড়ী জরুন এলাকায় কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজ মাঠে এই ব্যাতিক্রমী আয়োজন করে কেয়ার বাংলাদেশ।
উক্ত রান্না প্রতিযোগীতায় ৭ জন পুরুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে আইয়ুব আলী ৪৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। রফিকুল ইসলাম পান ৪২ এবং সুজন ৩৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
কেয়ার বাংলাদেশ এর কমিউনিটি ফ্যাসিলিটেটর
আজহারুল ইসলাম এর সঞ্চালনায় অত্র ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শেখ আক্কাস আলী।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ, কেয়ার বাংলাদেশ এর সাইকো সোসাল কাউন্সিলর বিপাশা ধর, সংরক্ষিত কাউন্সিলর মিসেস বেনু বারেক, কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না,, কোনাবাড়ী থানা যুবমহিলালীগের সভাপতি কামরুন্নাহার মুন্নীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিপাশা ধর বলেন, আজকের এই আয়োজনটি মূলত কাজের বিভাজন বিষয়ে সমাজের যে প্রচলিত ভুল ধারণা আছে তা পরিবর্তন করে পারিবারিক কাজে পুরুষের সময় অংশগ্রহণ নিশ্চিত করে নারীর কাজের মূল্যায়ন করা। পুরুষলী আচরণ,মূল্যবোধ এবং বিশ্বাস কীভাবে মর্যাদাপূর্ণ পারিবারিক সম্পর্ক তৈরিতে বাধা দেয়,অংশগ্রহণ কারী এবং দর্শকরা তা উপলব্ধি করবেন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য পদক্ষেপ নিবেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।