ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমির নতুন ৪র্থ তলার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৯ই জানুয়ারি) সকালে উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমির প্রধান শিক্ষক আমির আলী”র সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি চঞ্চল বলেন,আঃলীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। শিক্ষার্থীরা স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষার পরিবেশ পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এমনকি আ’লীগ সরকার ক্ষমতায় আসলে শীতার্ত অসহায় মানুষ কম্বল পায়।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাফদারপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যার নওশের আলী, কোটচাঁদপুর পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে নির্মিত একাডেমীর নতুন ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন আঃলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উত্র প্রতবষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন