ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়মিত ম্যানেজিং কমিটির দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুর রহমান। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মত এ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন।
মঙ্গলবার (০৪ই জানুয়ারী) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে শফিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এতে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার রতন মিয়া।
নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান বলেন, ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব আমি আগেও ১বার পালন করেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষে আমাকে পূনরায় যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি সৃষ্টি কর্তার কাছে সেই প্রার্থনা করি।
তিনি আরও বলেন, অতীতের ন্যায় বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কে সাথে নিয়েই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। সে জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। সেই সাথে বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া বলেন, নির্বাচিত নতুন ম্যানেজিং কমিটির ৯ সদস্যের মধ্যে সকলেই শফিকুর রহমান কে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে তাকে সভাপতি ঘোষণা করা হয়। সভাপতি শফিকুর রহমান এর নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী ২ বছর কাগমারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে জানান।
উল্লেখ্য গত ৩০শে ডিসেম্বর অবিভাবক সদস্য নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন শফিকুর রহমান।