গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে শ্রাবন আহম্মেদ (২৮) নামে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১২ টার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ তেঁতুল তোলা মোড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত শ্রাবন কিশোরগঞ্জ জেলার তারাইল থানার পংপাচিয়া গ্রামের মৃত রঙ্গু ভূইয়ার ছেলে। সে আমবাগ তেঁতুল তোলা মোড় মজিবর এর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।