প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৩:১৫ অপরাহ্ণ
কোনাবাড়িতে বৃদ্ধ মাকে জবাই করে হত্যা,ছেলে আটক
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি কলেজগেট এলাকায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) দুপুর ১২ টায় ওই ঘটনাটি ঘটে। নিহত হলেন, গাজীপুরে কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী জোৎসা বেগম (৭০)। ঘাতক ছেলে হলেন শাখাওয়াত হোসেন মাসুদ (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম।
নিহতের মেয়ের জামাই বজলুর রহমান বলেন, আমার শ্যালক কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যের রুগী ছিল। গততিন আগে তারা আমার বাসায় আসে। পরে গতকাল তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে ফেরার পথে সন্ধ্যা হওয়ায় কাপাসিয়ায় না গিয়ে আমার বাসায় আসে। আজ দুপুর ১২ টার দিকে আমার শাশুড়ী বারান্দায় পায়চারি করছিল। আমার শ্যালক তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। পরে বাসার লোকজন রুমের দরজা খুলতে বললে সে কোন কথার উত্তর দেয়না। পরে দরজা ভেঙে দেখা যায় বটি দিয়ে গলা কেটে হত্যা করে বসে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রতিবেশী রানা বলেন,আজ দুপুর ১২টার দিকে চিৎকার শুনে বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে পাশের রুমের ভিতরে ঢুকে সিলিং দিয়ে ওই রুমে ঢুকেই দেখি ঘরের মেঝোতে বৃদ্ধের গলা কাটা নিথর দেহ পরে আছে। সবুজ নামে আরেক জন প্রতিবেশী বলেন,আমি পাশের ছাদ থেকে জানালা দিয়ে দেখি সে তার মাকে বটি দিয়ে উপর্যপরি কোপাচ্ছে। এক পর্যায়ে দেহ থেকে গলা বিছিন্ন করে ফেলে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম,বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। সে তার মাকে বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.