কোনাবাড়িতে স্ত্রীকে মারধর থানায় মামলা মুক্তিযোদ্ধা মালেক গ্রেপ্তার
গাজীপুর জেলা সংবাদদাতা গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিজ স্ত্রীকে মারপিটের মামলায় মোঃ আব্দুল মালেক নামে এক মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে গত শনিবার ভুক্তভোগীর মেয়ে ফারজানা চৌধুরী কোনাবাড়ী থানায় এ মামলাটি করেন৷
গ্রেপ্তারকৃত আব্দুল মালেক কোনাবাড়ী থানাধীন
রাজাবাড়ি এলাকার মৃত অব্দুল কাদেরের ছেলে। তাকে স্ত্রী শামসুর নাহার রুবিকে (৬৫) রুমের ভিতর আটক রেখে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অপরাধে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, মামলার বাদি জীবিত থাকা অবস্থায় প্রলোভন দেখিয়ে শামসুর নাহারকে বিয়ে করেন আব্দুল মালেক। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও অনন্য কারণে মারপিট করতেন৷ এঘটনায় একসময় শামসুর নাহার আদালতে একটি মামলাও করেন। পরবর্তীতে সংসার টিকিয়ে রাখার জন্য আপোষ করে মামলা তুলে নেন৷ মামলা তোলার পর আবারও নির্যাতন শুরু করে। সর্বশেষ গত ১ জুন ঘরে আটকে আবারও মারধর শুরু করে। মারপিট দেখে আসামির মেয়ে সমিচা সুলতানা মামলার বাদি ফারজানাকে ফোন দেন৷ খবর পেয়ে ফারজানা কোনাবাড়ি থানা পুলিশের সহায়তা নিয়ে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এজহারে আরও উল্লেখ করা হয়েছে আসামি আব্দুল মালেক ফারজানাকে হত্যার উদ্দেশ্যে ঘরে আটকিয়ে লোহার রড দিয়ে নির্যাতন করেছেন। এতে ফারজানার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। তাকে রক্তাক্ত অবস্থান উদ্ধার করা হয়েছে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর আব্দুল মালেককে থানায় আনা হয়। এরপর তাদের মিমাংসা করার সুযোগ দেয়া হয় কিন্তু মিমাংসা না হলে মামলা রুজু হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানে হয়েছে তবে তিনি শারীরিক অসুস্থ থাকায় পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি আছেন।