গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেশ,সানরাইজ,মুন ও রেইনবো নামে চারটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে হোটেল মালিক ও দুই নারীসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।