গাজীপুরের কোনাবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মো. সরাফত হোসেন (৪৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সরাফত হোসেন কোনাবাড়ী থানার ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি দেওয়ালিয়াবাড়ী বাড়ী এলাকার মৃত মৃত মোঃ বেলায়েত হোসেনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের সময় ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি মোঃ সরাফত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন,এ অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।