প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
কোনাবাড়ীতে চোরাইকৃত সিএনজিসহ গ্রেফতার-১
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে চোরাইকৃত সিএনজিসহ জামাল উদ্দিন (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৪ টার সময় কোনাবাড়ী ফ্লাইওভার এর পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চেক পোস্ট চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নীপুর গ্রামের মো. মনজু রহমানের ছেলে।
পুলিশ জানায় কোনাবাড়ী ফ্লাইওভার এর পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চেক পোস্ট চলাকালীন সময়ে তাকে সিএনজির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজ পত্র দেখাতে পারেনি সে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা
বাদ করলে জানাযায় সে এই সিএনজি টাঙ্গাইল সদর থানা এলাকা থেকে চুরি করে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। পুলিশ আরো জানায় তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ জানান,তাকে আজ দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.