গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে একটি টিনশেড বাসায় অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার সময় কোনাবাড়ী থানাধীন সেলিম নগর হরিণাচালা এলাকায় শাহাদৎ হোসেন এর টিনশেড বাসার দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,সোমবার রাত সাড়ে দশটায় সময় কোনাবাড়ী সেলিম নগর হরিণাচালা এলাকায় শাহাদাৎ হোসেনের টিনশেড বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিভাতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী থানাধীন সেলিম নগর হরিণাচালা এলাকায় শাহাদাৎ হোসেন এর টিনশেড এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্র পাত হয়। পরে পাশে আরো একটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। এসময় রুম থেকে নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।