প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে তাকওয়া কেড়ে নিলো যুবকের প্রাণ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।এঘটনায় ঘাতক তাকওয়া পরিবহনের বাসটি আটক করা হলেও পালিয়েছে চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর গ্রামের আশেক নুর মন্ডলের ছেলে দেলোয়ার মন্ডল (৩৫)। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় নাজমুল এর বাসায় ভাড়া থাকতেন।
কোনাবাড়ী থানার উপ—পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, সোমবার রাত সাড়ে ৮ টা সময় কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.