প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৭:০৬ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে ফেনসিডিলসহ আটক-৪
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র্যাব-১
এর সদস্যরা। শুক্রবার রাত ৩ টা সময় কোনাবাড়ী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- বুলু মিয়া (৩২),শরিফুল ইসলাম (৩৪),শাহাবুল ইসলাম কবীর এবং বকুল মিয়া (২৮)।
র্যাব- ১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান,গোপন সংবাদের মাত্র জানতে পারেন রংপুর থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুর নিয়ে আসতেছে। উক্ত খবরে র্যাব সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একতা সুপার মার্কেটের মামা ভাগিনা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত ফেন্সিডিল, মোটরসাইকেল ও আটককৃতদের কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.