প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
কোনাবাড়ী থেকে মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা
সকল জল্পনা কল্পনাার অবসান ঘটিয়ে প্রায় দেড় বছর পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২২ সালের ১৯ নভেম্বরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। এতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে পুনরায় সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।
মঙ্গলবার ২ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে এ কমিটিতে ২৮জন উপদেষ্টা পরিষদের সদস্যের অনুমোদন দেয়া হয়েছে।
কোনাবাড়ী থেকে মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে শেখ মো. আসাদুল্লাহ চেয়ারম্যান শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান মিয়া এবং
কার্যনির্বাহী সদস্য হিসেবে কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি এড.আব্দুর রহমান মাষ্টার ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান এম এ স্থান পেয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.