প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ
কোনাবাড়িতে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার -২
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়িতে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দু্ই মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কোনাবাড়ি আমবাগ এলাকা থেতে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো আমবাগ এলাকার আজহার আলীর ছেলে আশিক বাবু (২৩) ও আমবাগ পুর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলের আরাফাত হোসেন রাহাত (১৬)। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেসব্রিফিং এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ।
পুলিশ জানায় , শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোটর সাইকেল ও অটোরিক্সার ধাক্কা লাগলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে অটোরিক্সাচালক মাসুদ রানা (৩৫)কে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা।
নিহত অটোরিক্সা চালক মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।
নিহত মাসুদ রানার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে জিএমপি কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের প্রেক্ষিতে গতরাতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ । ঘটনার সাথে জড়িত বাকীদের প্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান, পুলিশের ওই কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন,উপ-পরিদর্শক এস আই কামরুজ্জামান লিটনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.