নিজস্ব সংবাদদাতা গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অটোরিক্সার চাপায় ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কোনাবাড়ী কাঁচা বাজারের ভিতর এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু কাইয়ুম টাঙ্গাইল জেলার সদর থানার চর হোগরা গ্রামের আব্দুল আলীম ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো:সোহাগ চৌধুরী।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, আজ সকালে সাড়ে ১১ টায় তার নানীর সাথে কোনাবাড়ী কাঁচা বাজারে যায়। নানি কাঁচা বাজারে কাজ করেন। কাঁচা বাজারের মধ্যে অটো রিক্সা রেখে অটো ড্রাইভার বাজারের ভিতরে যান। অটোরিক্সাতে চাবি লাগানো থাকায় শিশুটি অটোরিকশাতে ওঠে চালানোর চেষ্টা করে। এ সময় অটোরিকশার চাকা ওই শিশুর শরীরের উপর ওঠে যায়। পরে শিশুটি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের বাবা কোনাবাড়ী ওসি বরাবর বিনা ময়না তদন্তে লাশ নেওয়ার আবেদন করলে লাশ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।