স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ মো.সুমন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিবর হোসেন জানান ,বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এমএম গার্মেন্টস এর সামনে থেকে ৫১পিস ইয়াবাসহ সুমনকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ কোনাবাড়ীসহ আশেপাশের এলাকায় চাকুরীর আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃত সুমন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাড়িয়া গ্রামের কোরবান আলীর ছেলে।সে বাইমেইল কাদের মার্কেট এলাকায় আলীরাজের ভাড়াবাসায় থেকে স্বাধীন গার্মেন্টসে চাকুরী করতো।