
একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গাজীপুরের কোনাবাড়ীতে কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা-শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে প্রথমে জিএমপি কোনাবাড়ী জোনের উপ-সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অফিসার ইনচার্জ আবু সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা । এসময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি -আমি কি ভুলিতে পারি গানের সুর বাজতে থাকে।
পরবর্তীতে ভাষা আন্দোলনে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ, অত্র ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাকিব হাসান।
এছাড়াও কোনাবাড়ী থানা ছাত্রলীগ নেতা মোঃ সোলায়মান হোসেন, হারুনুর রশিদ,সাইফুল ইসলাম,যুবলীগ নেতা নাজমুল খন্দকারের নেতৃত্বে ০৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, প্রধান শিক্ষক সজিব মিয়ার নেতৃত্বে কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজ,

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুর ইসলাম এর নেতৃত্বে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা,মোহাম্মদ রাহুলের নেতৃত্বে ০৭ নং ওয়ার্ড ছাত্রলীগ, সভাপতি মম্তাফা ফরাজির নেতৃত্বে রক্ত কণিকা ফাউন্ডেশন গাজীপুর টিম

এবং সভাপতি আরিফুল সরকারের নেতৃত্বে নিবৃত আলোর শিখা যুব সংঘের নেতৃবৃন্দ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন ।

20