প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
কোনাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে নিলু বেগেম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২ অক্টোবর) দুপুরে কোনাবাড়ী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর
দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নিহত নিলু বেগম মাদারীপুর জেলার শিবচর থানার মোহাম্মদ মোল্লার মেয়ে। সে কোনাবাড়ী থানাধীন পুকুর পাড় জাকিরের ভাড়া বাসায় থাকতো।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.