প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ
কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা,স্বামী পলাতক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কুদ্দুসনগর পুকুরপাড় ডাঃ জয়নাল খানের বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিনা আক্তার (৩৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আন্দারকোঠ পাড়া গ্রামের গেদু শেখের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, রিনা আক্তার গত ১০/১২দিন আগে স্বামী স্ত্রী পরিচয়ে কোনাবাড়ি কুদ্দুসনগর পুকুরপাড় ডাঃ জয়নাল খানের বাড়ির ভাড়া বাসায় উঠেন। শনিবার বেলা পৌনে দুইটার দিকে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে বাড়ির মালিককে জানায় রিনা খাতুনের রুমের ভিতর লাশ আছে। বাড়ির মালিক রুমের কাছে এসে রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে কোনাবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমের দরজার তালা ভেঙ্গে ওই নারীকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না প্যাচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.