শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন

কোনাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
  • সময় কাল : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী থানাধীন টাটা কোম্পানীর গলির ভিতরে রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্চাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার হান্ডিয়াল গ্রামের রহমত আলী খানের ছেলে মোঃ রতন আলী খান(২৬) এবং কাশিমপুর সবুজ কানন নুরু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া,নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামগড় পার্ট গ্রামের দেলোয়ার হোসেন ছেলে মোঃ ওসমান (২৬), একই জেলার হাবিবুর রহমানের ছেলে ইমরান(২৫) এবং বিক্রমপুরের মৃত মালেক বেপারী ছেলে মোঃ জিসান ইসলাম(১৭)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক আজকে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,সংঘবদ্ধ এই চক্রটি কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, অটোরিক্সা চুরি, ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

2
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102