দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১১ টা সময় কোনাবাড়ী জরুন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী থানার আবুয়ার পাড়ার হুমায়ুন এর স্ত্রী মিরা বেগম (৩৩) এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উত্তর মির্জাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে আসাদুল ইসলাম (২৪)।
উভয়ই জরুন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় মিরা বেগমের কাছ থেকে ১০ পিস এবং আসাদুল ইসলাম এর কাছে ২০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।