প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু,পরিবারের অভিযোগ হত্যা
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/Screenshot_20230728-000240_Gallery.jpg)
পুলিশ ও স্থানীয়রা জানায়,১৮ জুলাই জহির মোল্লার বাসায় ভাড়া আসেন নিপা আক্তার ও তার স্বামী। তারা উভয়ে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতো। চারদিন আগে শিল্পী আক্তার তার স্বামীকে নিয়ে ওই বাসায় বেড়াতে আসেন।
বুধবার সন্ধ্যায় ওই বাসার পাঁচতলার ছাদে উঠেন তারা। স্বামী স্ত্রী দুই জনের মাঝে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে মোবাইলে কথা বলতে বলতে পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে যায় শিল্পী আক্তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিল্পী আক্তার ময়মনসিহের নান্দাইল থানার ভাটি সবার গ্রামের তারা মিয়ার মেয়ে।
তড়িঘড়ি করে তার মরদেহ ময়মনসিংহের গ্রামের বাড়ীতে নিয়ে যায় স্বজনরা। বিষয়টি জানাননি হলে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ লাশ ফেরত
এনে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জিএনপি কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বামী আব্দুর রহিম@আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে হত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে নিহতের স্বামীকে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.