প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ
কোনাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিনের ধরে ব্যবসায়ী ইউসুফের কাছে ১লক্ষ ৩০ হাজার টাকা পাবে। সেই পাওনা টাকা না দিয়ে বৃহস্পতিবার আবার সোহাগের নিকট আরো দেড় লক্ষ টাকা হাওলাত চায় ইউসুফ। সোহাগ টাকা হাওলাত দিতে না চাইলে ইউসুফ ক্ষুব্ধ হয়ে তার বড় ভাই এয়াকুবসহ ৫ থেকে ৬ জন মিলে পারিজাত আমতলা এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে সোহাগ কে মারধর করে। এক পর্যায় ইউসুফ কাচ দিয়ে সোহাগের মাথায় আঘাত করে তার কাছ দেড় লক্ষ টাকা নিয়ে যায়।
পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিংসার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ইনজুরির কারনে ১৮টি সেলাই দেওয়া হয়।
এবিষয়ে জানতে ইউসুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.