প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২২, ১:৩৪ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে ফেনসিডিলসহ আটক-৫
গাজীপুরের কোনাবাড়ীতে ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার (৩১ জুলাই) তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া থানার আড়ালিয়া গ্রামের শফিকের ছেলে সিফাত মোল্লা (২১),নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামের কালিহরচর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল্লাহ ওয়াদুদ রহমান (২৬),কোনাবাড়ী এলাকার মৃত ইমান হাজীর ছেলে শাহেদ ইসলাম (৩৫),বাচ্চ মিয়ার ছেলে বাদল সিকদার (৩৬) এবং
মহানগরীর গাছা থানাধীন এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে বাবুল হোসেন (৩৮)।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল ও দুইটি ডিংকো বোতল রক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার (১ আগষ্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.