
গাজীপুরের কোনাবাড়ীতে ০৭ নং ওয়ার্ড কৃষকলীগের উদ্যোগে কাউন্সিলর কাউসার আহম্মেদ এর সার্বিক সহযোগিতায় বাউল গান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কোনাবাড়ী জরুন এলাকায় এ গান অনুষ্ঠিত হয়। সাত নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেশম ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, ০৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহ আলম খান, আর্কিটেক্ট এন্ড কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সানোয়ার হোসেন। এসময় গান পরিবেশন করেন বাউল শিল্পী আরিফ দেওয়ান ও রুমা সরকার।

38