প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে কিশোরীর আত্মহত্যা
মায়ের সাথে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয় মিমের (১৪)। ঝগড়ার একপর্যায়ে তার মাকে গালি দেয় সে। তখন তার মা শামসুন্নার রেগে গিয়ে একটা থাপ্পর মারে। এর পরই মায়ের সাথে অভিমান করে তার রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মা ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মা শামসুন্নাহার। ভিতরে গিয়েই দেখতে পান তার মেয়ে গলায় ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে ধরনার সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক তার মা ওড়না কেটে নিচে নামিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে কোনাবাড়ী থানাধীন পূর্ব আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিম নওগাঁ জেলার পোরসা থানার কোচন্না
গ্রামের মাইনুল ইসলামের মেয়ে। সে তার বাবা মার
সাথে আমবাগ পূর্ব পাড়া বদরুল আলম বাদল
এর বাসায় ভাড়া থাকতো।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, মায়ের সাথে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে অভিমানে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.