
গাজীপুরের কোনাবাড়ী কাঁচাবাজার থেকে ভ্রাম্যমান ৫ পতিতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩
জানুয়ারি) রাত দুইটা সময় তাদেরকে আটক করা হয়। এসময় অভিযান চলাকালীন কোনাবাড়ী ফ্লাইওভার নিচ থেকে অনেকেই দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানায় প্রতিদিন সন্ধ্যার পর থেকেই কোনাবাড়ী ফ্লাইওভার নিচে এবং কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ পতিতা-দের আনাগোনা শুরু হয়।
আটককৃতরা হলেন,ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জাম তলা গ্রামের রিমন এর স্ত্রী সাথী (৩৫) এবং হরিণাচালা এলাকার আনোয়ারের বাড়ীর ভাড়াটিয়া , একই জেলার পাগলা থানার দুবাশিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী পারভীন (৩০) এবং হরিণাচালা এলাকার জহিরুলের বাড়ীর ভাড়াটিয়া, শেরপুর জেলার সদর থানার ডুবারচর গ্রামের মৃত আক্কাস আলীর মেয়ে সুইটি বেগম (৪০) এবং হরিণাচালা এলাকার রফিকের বাড়ীর ভাড়াটিয়া, কুষ্টিয়া জেলার খোকশা থানার হেলালপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের মেয়ে নাজমা খাতুন (২৫) এবং আমবাগ পূর্ব পাড়া গিয়াসউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া এবং গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার মাজু খান এলাকার হাসিনা সুন্দরী (৪৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ২ সময় তাদেরকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

25