প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ
কোনাবাড়ীতে মাদক সম্রাট নবাব গ্রেফতার
গাজীপুরের কোনাবাড়ীতে মাদক সম্রাট নবাব সিরাজুদ্দৌলাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) মধ্য রাতে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নবাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভবানিপুর গ্রামের সোহরাব উদ্দিন এর ছেলে। সে জরুন এলাকায় মৃত বাদল খানের বাসায় ভাড়া তোলার আড়ালে দীর্ঘ ১৫ বছর ধরে মাদক ব্যবসা করে আসছে।
এলাকাবাসী জানায় গ্রামে থাকার জায়গা না থাকলেও কোনাবাড়ী জরুন এলাকায় এসে R15 নিয়ে ঘুরে বেড়ায়। খোঁজ নিয়ে জানাযায় কয়েকদিন পর পর
মোটরসাইকেল পরিবর্তন এর মতো স্ত্রী পরিবর্তন করতেন নবাব
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গার্মেন্টস সংলগ্ন মৃত বাদল খানের বাসায় ফেনসিডিল ক্রয়বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাব সিরাজুদ্দৌলাকে গ্রেফতার করা হয়। এমন সময় তার কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল, ১২ টি চোরাই টাচ ফোন ৩ টি বাটন মোবাইল , মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.