স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক ( এমপি) এর সহধর্মীনী লায়লা আরজুমান্দ বানুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫জুলাই) সন্ধ্যায় জিসিসির ৮ নম্বর
ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পারিজাত প্রাইমারী স্কুল মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অত্র ওয়ার্ড কাউন্সিলর মো:সেলিম রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) ।
এসময় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দিন খোকন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুর রহমান মাস্টার, মোঃ খলিলুর রহমানসহ, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।