প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২২, ১০:০৯ পূর্বাহ্ণ
কোনাবাড়ীতে রাসেলের ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম। আজ সকাল সাড়ে ৭ টার সময় গাজীপুর সিটি করপোরেশন এর দেওলিয়াবাড়ি এলাকায় রাসেল হোসেনের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্র পাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দেউলিয়াবাড়ি এলাকায় অনেক ঝুট গোডাউন। শীতকালে এখানে প্রায়শই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমরা ৭ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের ১ ইউনিট ও জয়দেবপুরের ২ ইউনিটসহ মোট ৩ টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কিভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.