
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইমাইল এলাকায় এ দূর্ঘনা ঘটে।
নিহত আবদুল কাদির (৩২)নেত্রকোনা জেলার
পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে
এবং জাহাঙ্গীর আলম (২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রাজদারি গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় মোটরসাইকেল আরোহী দুইজন আজ দুপুরের দিকে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে আসতেছিলো। হঠাৎ কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাদিরের শ্যালোক জাহাঙ্গীর আলম জানান,তারা আজকে বাড়ীতে আসার কথা ছিলো। দুপুরের দিকে খবর পাই দুলাভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহতের মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেের মর্গে পাঠানো হয়েছে।

43