প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ
কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘঠেছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত একরামূল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে দেওলিয়াবাড়ী ক্লাসিক ম্যালামাইন ইন্ডাস্ট্রি লিমিটেডে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সকালে আনুমানিক সাড়ে ৫ টার সময় গাজীপুর চৌরাস্তা থেকে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলো চিনি বোঝাই একটি ট্রাক। কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুপুর পৌনে দুইটা সময় ট্রাক থেকে চিনি নামানোর সময় বস্তার নিচে চাপা পরা অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.