প্রিন্ট এর তারিখঃ মার্চ ২২, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ
কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি রহমান মাষ্টার, সম্পাদক খলিলুর রহমান
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনের দীর্ঘ প্রায় আড়াই মাস পর কোনাবাড়ী থানা আ.লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে গাজীপুর মহানগর আ.লীগ। সোমবার (২৬ ডিসম্বর) রাতে এ্যাড.আব্দুর রহমান মাষ্টার কে সভাপতি এবং খলিলুর রহমান এম এ কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও মোঃ কাশেম আলীকে প্রধান করে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর রাতেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ভুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করে সভাপতি এবং সম্পাদকের বাসায়। দীর্ঘদিনের অপেক্ষার পর এই কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে উৎফুল্ল লক্ষ করা যায়।
মঙ্গলবার সকালে কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নবগঠিত কোনাবাড়ী থানা আ.লীগের সদস্যদের নিয়ে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে আনন্দ মিছিল করে এলাকাবাসী।
নবগঠিত কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি এ্যাড.আব্দুর রহমান মাষ্টার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,মাননীয় মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সাহেবের পরামর্শক্রমে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে কাজ করে যাবো। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কোনাবাড়ী থানা থেকে বিপুল ভোটে নৌকা মার্কা যেন বিজয় লাভ করে সে লক্ষে কাজ করব।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সে ব্যাপারে কোনাবাড়ী থানা আ.লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন কাজ করে যাবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কোনাবাড়ী থানা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ গত ১৫ অক্টোবর দীর্ঘ প্রায় দুই যুগপর কোনাবাড়ী থানা আ.লীগের সম্মেলন হলেও কমিটি ঘোষণা ছাড়াই তা শেষ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.