
গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা শাখা কৃষকলীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ লা ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বাইমাইল এলাকায় এ অফিস উদ্বোধন করেন গাজীপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির মন্ডল। এসময়
কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন, নারী কাউন্সিলর তাসলিমা নাসরিন, মিসেস বেনু বারেক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন শামু,কোনাবাড়ী থানা শ্রমিকলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির ভান্ডারী,কোনাবাড়ী থানা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আখিঁ ইসলামসহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেলোয়ার হোসেন মুন্না বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং কোনাবাড়ী থানা কৃষকলীগের কার্যক্রমকে আরো গতিশীল করতে এ কার্যালয়ের উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, এটা শুধু কৃষকলীগের অফিস নয় আওয়ামিলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অফিসে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

58