মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী কোম্পানীগঞ্জের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ইং সালে অনুষ্ঠিতব্য এস এস সি সমমান পরিক্ষায় অংশগ্রহণ করবে এমন ৩০ জন গরীব ও মেধাবী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রধান করা হয়েছে৷
শনিবার বিকেল ৩টায় আবু মাঝির হাট এ সাইদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও হাজারীহাট সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও ডঃ নুর আহম্মের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ৷ এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক মাহফুজ আলম, সংগঠনটির সদস্য আবদুল মালেক, আবুল কাশেম বিএসসি ও আবদুর রহমান, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফরিদ উদ্দিন নূরি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়৷ যা প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরিক্ষার আয়োজন করে আসছে৷ যা অত্র অঞ্চলে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে৷ মহতি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন মরহুম বেলায়েত হোসেন সোহাগ এর বড় ভাই আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোশাররফ হোসেন সবুজ৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।