‘তারুণ্যের আলোয় আলোকিত হোক সমাজ’ একঝাঁক তরুণের হাতে গড়া সহযোগিতায় সমাজ সেবা নামক সংস্থার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
৭ জানুয়ারি ( শুক্রবার) বিকেল ৫ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিজয় নগর নামক স্থানে মিলাদ ও দোয়ার মাধ্যমে সংগঠনটির উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির আগামী দিনের কর্মপরিকল্পনা, সামাজিক উন্নয়ন, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সহয়তা ও সহজে রক্তদান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের উদ্দোক্তা শাকায়েত উল্লাহ মহন ( প্রবাসী) বলেনঃ ‘সহযোগিতা সমাজ সেবা সংস্থা’ একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সহযোগিতা করা। অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়ানো। শিক্ষার্থীদের সংকটে পাশে দাড়ানো। দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীরা জন্য এই সংগঠনে যোগ দিতে পারবে৷ একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ন ইউনিয়ন হিসেবে সাধারণ মানুষের পাশে আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে এই সংগঠনটি৷
নব গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ হাতেম জানান- আমরা সকলে মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। “তারণ্যের আলোয় আলোকিত হোক এই সমাজ” এই স্লোগান নিয়ে সহযোগিতা সমাজ সেবা সেচ্ছাসেবীরা সামনের দিক অগ্রসার হবে।
মানুষ মানুষের জন্যে, তাই মানুষের পাশে মানুষ থাকবে এটাই স্বাভাবিক। আমাদের এই সংগঠন মানুষ এবং মানবতার পাশে দাড়াবে। শিক্ষামমূলক, আর্থ-সামাজিক উন্নয়নমূলক, সেবামূলক, সাহায্য-সহযোগীতা মূলক, অসহায় – গরীবদের জন্য আমাদের প্রানের সংগঠন কাজ করে যাবে। সর্বোপরি বলবো, আমাদের সহযোগিতা সমাজ সেবা সংগঠনের সেচ্ছাসেবীরা মন প্রাণ দিয়ে মাটি ও মানুষের জন্য কাজ করবে এটাই আমার প্রত্যাশা৷
কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর আফছার রিপাত বলেন – তরুণরা সমাজকে গড়তে পারে নতুন ভাবে৷ একটা সমাজকে পরিচ্ছন্ন , শিক্ষিত , ক্ষুধা মুক্ত , বিভেদ ও কোন্দল মুক্ত করতে । আমি আমার অর্পিত দায়িত্বে এই সমাজ কে সুসংগঠিত ভাবে গড়তে বদ্ধপরিকর৷ যে কোন প্রয়োজনে আমার ঘাম,রক্ত,অশ্রু দিয়ে তাদের পাশি থাকবো৷