স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির "৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪" এ দাবা বালক(মধ্যম) শাখায় গাজীপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে সামিয়াত সামি।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সামিয়াত সামি নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
গত ১৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এবং রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) সোহেল রানা। সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও সরকারি দপ্তরের মুখপাত্র, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।