শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র আস্তানা ধ্বংস

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তাদের গোপন আস্তানা ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টায় উপজেলার জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসীত)-এর ‘গোপন আস্তানায়’ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। ইউপিডিএফ (প্রসীত) এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়ে তুলে আধিপত্য বিস্তার ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে-এ খবরে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রশিক্ষণ ক্যাম্প থেকে লোকজন পালিয়ে যায়। এ সময় ক্যাম্প থেকে তাদের ইউনির্ফম, ২টি এলএমজি ওয়াই স্টিক উদ্ধার করে সেনাবাহিনী। এ ছাড়া চারটি ব্যারাক ও দুটি ডিউটি পোস্ট ও অস্ত্রাগার ধ্বংস করে।

7
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102