মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার :
সাড়া বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য রাষ্ট্র পক্ষ সকল প্রতিষ্ঠান বন্ধ করার পাশাপাশি, দিনমজুর, অসহায়, হতদরিদ্র মানুষগুলোর আয়ের চাকা থেমে গেছে। সংসারে এসে পড়েছে অভাব, ফলে থাকতে হচ্ছে না খেয়ে। ঠিক এ সময় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল কটামারা গ্রামের অহংকার ও সিঙ্গাপুর প্রবাসী মো: সাইজ উদ্দিন এর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ( ২৪ ই এপ্রিল ২০২০ ইং তারিখ) করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,৫ কেজি চাল,১ কেজি আলু,১/২ কেজি ডাউল, ১/২ কেজি পেঁয়াজ,১/২ কেজি তৈল, ১ কেজি লবন, সাবান।
এ সময় উপস্থিত ছিলেন, মুথারচালা গ্রামের সমাজ সেবক কদ্দুস সিকদার, ত্রাণ বিতরণকারীর বড় ভাই তারিফ উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফি সিকদার, কটামারা গ্রামের সমাজ সেবক ইছাম উদ্দিন, জানিক ও এলাকাবাসী।
সাইজের এমন উদ্যোগকে উক্ত এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।