প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ
খুলে দেয়া হলো নাওজোড় ও সফিপুর ফ্লাইওভার, ঈদ যাত্রা স্বস্থিদায়কের আশা যাত্রী চালকদের
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঈদের আগেই খুলে দেয়া হয়েছে গাজীপুরের নাওজোড় ও সফিপুর ফ্লাইওভার। দেশের উত্তর অঞ্চলের ২৩ জেলার ঢাকার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা। প্রতি ঈদে এসব সড়ক পথে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। যানযটে পড়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
দুর্ভোগ কমাতে ২০১৯ সালে গাজীপুরের নাওজোড় ৮১০মিটার ও সফিপুর ১২৬৯ মিটার দৈঘ্য ফ্লাইওভার কাজ শুর হয়। কাজ চলমান থাকায় প্রতিদিনই যানযটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তাই ঈদের আগে ফ্লাইওভার দুটি খোলে দেয়ায় ঈদ যাত্রায় স্বস্থিদায়ক হবে বলে মনে করছে যাত্রী ও চালকরা।
সড়ক বিভাগের দেয়া তথ্য মতে, ২০১৯ সালে ১০৫ কোটি টাকা ব্যায়ে সফিপুর ও ৫৮কোটি টাকা ব্যায়ে নাওজোড় ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।তবে এই দুটি ফ্লাইওভার খুলে দিলেও ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় তীব্র যানযটের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা যাত্রী চালকদের।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.