গণমাধ্যমকর্মীরা তথ্য নির্ভর ও বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশন করে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন। পুলিশের পাশাপাশি তাঁরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। ন্যায়ের সাথে কাজ করলে তার বন্ধু থাকবে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে তাই গণমাধ্যম কর্মীদের বন্ধু থাকে না।
১৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ওসি মোঃ তৌহিদুজ্জামান মতবিনিময়কালে এসব কথা বলেন।
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ মোশাররফ হোসেন বুলু।
উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত ওসি মো. তৌহিদুজ্জামান আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের সমান্ততরাল। সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন। এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে। এক কথায় পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।
মতবিনিময় সভায় প্রেসক্লাবে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সদস্যগণ ওসি মো, তৌহিদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।