শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

গতি বাড়ছে ই-পাসপোর্ট প্রকল্পের সেবা কার্যক্রমে

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে যতগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রকল্প বা ই-পাসপোর্ট প্রকল্প। ২০১৮ সালে শুরু হওয়া দশ বছর মেয়াদি এই প্রকল্পটি শেষ হবে ২০২৮ সালে। এ পর্যন্ত ২৬ লাখ ৫৪ হাজার ৬৪৯টি পাসপোর্ট ছাপা হয়েছে এবং ২৪ লাখ ৭৮ হাজার ৯৩২টি পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে কাজের গতি বাড়িয়েছে প্রকল্প অধিদপ্তর। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জনদুর্ভোগ কমাতে সেবা বাড়াতে আগ্রহী তারা।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী বলেন, আমরা আবেদনকারীদের নির্বিঘ্নে সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। আমাদের কাছে যতবেশি নির্ভুল আবেদন আসবে পাসপোর্ট অধিদপ্তরে কর্মরত কর্মকর্তারা ততবেশি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে নির্ভুলভাবে আবেদনকারীদের আবেদন করার আহ্বান জানিয়েছেন মহাপরিচালক।

প্রসঙ্গত, ২০২০ সালের ২২ জানুয়ারি বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রাথমিকভাবে উত্তরা, যাত্রাবাড়ী ও আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়। দেশের অভ্যন্তরে ৭২টি আঞ্চলিক ও বিভাগীয় অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে এবং গত বছরের শেষের দিকে ৮০টি বিদেশি মিশনের মধ্যে ১১টি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। ই-পাসপোর্ট গ্রহীতা বুলবুল তার প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে ই-পাসপোর্ট দিয়েছেন এটি আমাদের জন্য অতি গর্বের। আমি ই-পাসপোর্ট হাতে পেয়ে খুবই আনন্দিত।

5
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102