পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সভাপতিতে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেয়াদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী প্রমুখ। আলোচনা শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।