গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর জয়দেবপুরের বিভিন্ন আবাসিক এলাকা এবং চান্দনা চৌরাস্তা, গ্রেটওয়াল সিটি, লক্ষীপুরা এলাকার বেশ কিছু নামীদামী রেস্টুরেন্ট ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন দুদকের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। তিনি বলেন, "অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই সংযোগগুলো জনসাধারণের জন্য বিপদজনক এবং সরকারের আর্থিক ক্ষতির কারণ। তাই এমন কার্যক্রম নিয়মিতভাবে চলবে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি বৈধ উপায়ে গ্যাস সংযোগ নেওয়ার জন্য এবং কোনো অবৈধ সংযোগের বিষয়ে তথ্য থাকলে আমাদের জানানোর জন্য।"
অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তারাও অংশ নেন। এ সময় বেশ কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় বাড়িওয়ালা আব্দুল কাদের বলেন, "অবৈধ গ্যাস সংযোগ আমাদের জন্য বড় বিপদের কারণ। এগুলো থেকে দুর্ঘটনার ঝুঁকি থাকে এবং বৈধ গ্রাহকদের গ্যাসের চাপ কমে যায়। আমি দুদক ও তিতাস গ্যাসের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা চাই, এলাকায় সবাই বৈধ উপায়ে গ্যাস সংযোগ নিক, যাতে নিরাপত্তা নিশ্চিত হয় এবং সরকারও রাজস্ব পায়।"
খায়রুল ইসলাম বলেন, "এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ সংযোগের প্রবণতা বন্ধ হবে, এবং আমরা সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারব।"
দুদক ও তিতাস গ্যাসের এই যৌথ অভিযান স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এমন পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।